খেলাধুলা

বিপিএল: দেশের ক্রিকেটেররা পাবেন সর্বোচ্চ ৮০ লাখ

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৫:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

সাত দল নিয়ে শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, বিসিবি। এবার বিপিএলের আসন্ন আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক সম্পর্কে জানিয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

‘এ’ থেকে ‘জি’ এই সাত ক্যাটাগরিতে বিপিএলের ড্রাফটে ওঠবেন দেশি ক্রিকেটাররা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ লাখ টাকা। ‘জি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের কিনতে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের খরচ করতে হবে ৫ লাখ টাকা।

বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার। এবারের বিপিএলে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে দলগুলো। খরচ কমাতে আসন্ন আসরে কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান থাকবে না, এমন সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল।

বিপিএল শুরু হবে আগামী ৫ জানুয়ারি। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই টুর্নামেন্টের। ৪২ দিনে ম্যাচ হবে মোট ৪৬টি। গতবারের মতো এবারও তিনটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যু তিনটি হলো ঢকার মিরপুর শেরেবাংরা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

আজ সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘সাতটি দল নিয়েই বিপিএলের করার ইচ্ছা আছে আমাদের। যেটা বরাবর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটেই হয়। এবারের আসরে সর্বমোট ম্যাচ হবে ৪৬টি, খেলা ৪২ দিনের। ৭ ফ্র্যাঞ্চাইজিকে আগামী ২ সপ্তাহ সময় দেওয়া হবে। এরমধ্যে ১০ কোটি টাকা গ্যারন্টি মানি জমা দিয়ে ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।’

বিপিএলে দল পাওয়া সাত প্রতিষ্ঠান হলো ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ড ট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম) ও কুমিল্লা লেজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

আরও খবর

Sponsered content

Powered by