চট্টগ্রাম

সার্ভার বিগড়ে প্রথমদিনেই বিপাকে চট্টগ্রামের একাদশে ভতিচ্ছু শিক্ষার্থীরা

  প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৭:০৭:৩২ প্রিন্ট সংস্করণ

সার্ভার বিগড়ে প্রথমদিনেই বিপাকে চট্টগ্রামের একাদশে ভতিচ্ছু শিক্ষার্থীরা

চলতি শিক্ষাবর্ষে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রথমদিনেই বিপাকে চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন করতে গিয়ে সার্ভার জটিলতায় হিমশিম খেতে হয়েছে শিক্ষার্থীদের। অবশেষে বোর্ড কর্তৃপক্ষ নিরূপায় হয়ে সন্ধ্যা ৬টা থেকে কার্যক্রম শুরু হবে বলে ওয়েবসাইটে নোটিশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, ‘চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া রবিবার (২৬ মে) থেকে শুরু হয়েছে। সকাল থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও সার্ভারে ত্রুটি থাকার কারণে তা সন্ধ্যা ৬টা থেকে শুরু করতে পারবে শিক্ষার্থীরা। এটা টেকনিক্যাল সমস্যা। সকাল ১১টার দিকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা সার্ভারে ঢুকলেই নির্দেশনা দেখতে পাবে যে সন্ধ্যা ৬টা থেকে আবেদন করা যাবে।’

এদিকে, একাদশে ভর্তিতে প্রথম দফায় ১১ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকৃত শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ের নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুন। দ্বিতীয় পর্যায়ের আবেদন ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চলবে। এ পর্যায়ের ফল প্রকাশিত হবে ৪ জুলাই। পরবর্তীতে ৯ ও ১০ জুলাই তৃতীয় পর্যায়ের আবেদন শেষে ১২ জুলাই ফল প্রকাশ হবে। ফল প্রকাশের পর ১৫ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে চলবে ভর্তি কার্যক্রম। আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

আরও খবর

Sponsered content