দেশজুড়ে

সিংড়ায় তামাক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৫:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় তামাক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ার পৌরসভা, এইড ফাউন্ডেশন, মেয়র এলাইন্স ফর হেলদি সিটি ও তামাকবিরোধী জোটের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় টায় সিংড়া পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন, সিংড়া পৌরসভার পিএনও আব্দুল মতিন। স্বাগত বক্তব্য দেন, জেনারেল সেক্রেটারি মেয়র এলাইন্স ফর হেলদি সিটি ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির।

মেয়র এলাইন্স ফর হেলদি সিটির সদস্য, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ভাইটাল স্ট্রাটোজ সৈয়দ মাহবুবুল তালম তুহিন, এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর শাগুফতা সুলতানা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটির কোঅডিনেটর আবু নাসের অনিক, স্টপ বাংলাদেশের ফোকাল পয়েন্ট ফাহমিদা ইসলাম, টিসিআরসির ব্যবস্থাপক ফারহানা জামান লিজা প্রমুখ।

আরও খবর

Sponsered content