দেশজুড়ে

সিংড়ায় দেয়ালে দেয়ালে বিজয় উল্লাসের গ্রাফিতি

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৪:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় দেয়ালে দেয়ালে বিজয় উল্লাসের গ্রাফিতি

‘পানি লাগবে কারো’, ‘স্বাধীন করেছি, সংস্কারও করবো’, ‘আমিই বাংলাদেশ’, ‘আপনি কখনো মনে করবেন না যে, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন’ এসব অসংখ্য লিখনী ও চিত্রে নাটোরের সিংড়ার দেয়াল এখন রঙিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। আর এতেই নতুনভাবে নাটোরের সিংড়ার বিভিন্ন দেয়াল বদলে গেছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কোর্টমাঠের দেয়াল, উপজেলা পরিষদ জামে মসজিদের দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন সিংড়ার পাওয়ার রেঞ্জার স্পোর্টিং ক্লাব।

এই সংগঠনের অর্থায়নে এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সিংড়ার দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা দেয়াল অঙ্কনে অংশ নেয়। একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাওয়ার রেঞ্জার স্পোর্টিং ক্লাবের সদস্য সিহাব, সালমান, বাসার, জয়, সাইফ, জারিফ, শুদ্ধ, তামিম, তাওহিদ, সাদিয়া, নাবিলা, অনন্যা, সুপ্তি প্রমুখ।

আরও খবর

Sponsered content