দেশজুড়ে

সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩৭:০৮ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

বগুড়ার মহাস্থানপড়ে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক রাজশাহীর পুঠিয়া উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে। সে পেশায় একজন কৃষক। প্রতিবেশী ছয় বন্ধুর সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে বিলের পানিতে পরে নিখোঁজ হয় ওই যুবক। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

এদিকে বুধবার রাত পৌঁনে ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার পাকা রাস্তার উপর থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার পরনে লাল-বেগুনি প্রিন্টের মেক্সি পড়া ছিল বলে জানা গেছে। অজ্ঞাত ওই মহিলার নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content