দেশজুড়ে

আটোয়ারীতে মুক্তিযোদ্ধার সম্মানীভাতার টাকায় খাদ্য সহায়তা

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৫:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (প গড়) প্রতিনিধি : প গড়ের আটোয়ারীতে করোনা দুর্যোগে এক বীর মুক্তিযোদ্ধার জমিয়ে রাখা সম্মানীভাতা এবং তার ছোটভাই একমাসের বেতন দিয়ে শতাধিক প্রতিবেশী কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহয়তা করলেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার অবসরপ্রাপ্ত জেলা স্যানেটারী ইন্সপেক্টর মুক্তিযোদ্ধা মো: লুৎফর রহমান এবং তার ছোটভাই প গড় সিভিল সার্জন কার্যালয়ের ষ্টোরকিপার মো. মইনুল ইসলাম যৌথ উদ্যোগে এলাকার কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেন। উপজেলার তোড়িয়া নাওগজ  গ্রামের বাড়িতে শনিবার বিকেলে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান বলেন, সরকার প্রদত্ত সম্মানী ভাতা জমিয়ে করোনা দুর্যোগে প্রতিবেশীদের চাল, ডাল, তেল, ছোলা, আলু ও সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেজ তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
 

আরও খবর

Sponsered content

Powered by