প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২০:১৮ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাই চাঁদাবাজিসহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র প্রতিনিধি উদয় মিজান, আদনান সরকার ও রাকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজ মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।