ময়মনসিংহ

শেরপুরে হিজড়া জনগোষ্ঠিদের বাসা ভাড়ার টাকা দিলেন জেলা প্রশাসক

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:৩৪:০০ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের পৌরসভার বাগরাকসা মহল­ায় ভাড়া বাসায় বসবাসকারী হিজড়া জনগোষ্ঠি (তৃতীয় লিঙ্গ)দের ৩ মাসের বাসা ভাড়ার ২২ হাজার ৫০০ টাকা রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর পক্ষ থেকে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান বাসার মালিক মো. আবুল কালাম আজাদের হাতে ওই টাকা তুলে দেন।
বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে সকল শ্রেণি-পেশার মানুষের জীবন যাপন অনেকটাই দুর্বিসহ হয়ে পড়েছে। এ অবস্থায় শেরপুর জেলা শহরে বসবাসকারী হিজড়া জনগোষ্ঠি (তৃতীয় লিঙ্গ)দের জীবনযাত্রা অনেকটাই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। হিজড়া জনগোষ্ঠি বাগরাকসা মহল­ার মো. আবুল কালাম আজাদের বাসায় ভাড়াটিয়া হিসেবে প্রতিমাসে ৭ হাজার ৫শত টাকায় বসবাস করে আসছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে তারা খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় এবং বাসা ভাড়ার ৪ মাসের টাকা পরিশোধ করতে পারছিল না। এদিকে বাসার মালিক মো. আবুল কালাম আজাদ এ অবস্থায় ১ মাসের বাসা ভাড়ার টাকা মওকুফ করে দেন। এ বিষয়টি জেলা প্রশাসক আনার কলি মাহবুব জানতে পেরে তিনি বাসা ভাড়ার টাকা পরিশোধের উদ্যোগ নেন। পরে রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান ৩ মাসের বাসা ভাড়ার ২২ হাজার ৫০০ টাকা বাসার মালিক আবুল কালাম আজাদের হাতে তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে জন উদ্যোগের আহŸায়ক মো. আবুল কালাম আজাদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর হিজড়া জনগোষ্ঠি কল্যাণ সংস্থার সভাপতি নিশি উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by