দেশজুড়ে

সিংড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ৫:২২:৫২ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এনায়েত করিম রাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক। শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করেন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ।

মানববন্ধনে ডাহিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার সহধর্মিনী উম্মে সালমা, পাপিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম মৃধা, চৌগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শের আলী, স্থানীয় শিক্ষক শরিফুল ইসলাম, গ্রাম্য প্রধান রইচ উদ্দিন, বাহার উদ্দিন বাচ্চু, ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমা বেগম, ছাত্রদল নেতা রবিউল করিম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা বিএনপির একজন সক্রিয় কর্মী। তাছাড়া জুলাই-আগস্ট বিপ্লবে নিজের জীবন বাজি রেখে ঢাকার সভা-সমাবেশে অংশগ্রহণ করেন। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাতিজা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আপন চাচা রাঙ্গাকে ঢাকার সূত্রাপুর ও বণানী থানায় তিনটি হত্যা মামলায় জড়িয়ে দেন। আর ফয়সাল আহমেদ এর পিতা আবু জাহিদও স্থানীয় আওয়ামীলীগ নেতা। বাবা ও ছেলের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সখ্যতা ছিল।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ঢাকার একটি হত্যা মামলায় বিএনপি নেতা রাঙ্গাকে তার নিজ গ্রামের বাড়ি সিংড়ার বাঁশবাড়িয়া থেকে সিংড়া থানা পুলিশ গ্রেফতার করেন।

আরও খবর

Sponsered content