দেশজুড়ে

সিংড়ায় শারদীয় দুুর্গাপূজা উপলক্ষে ইউএনও’র মতবিনিময়

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৮:৩০ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় শারদীয় দুুর্গাপূজা উপলক্ষে ইউএনও'র মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী, সেনাবাহিনীর ক্যাপ্টেন নাঈম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি চাঁদ মোহন হালদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় কুমার সাহা, সিংড়া কেন্দ্রীয় মন্দিরের কোষাধ্যক্ষ সুজিত সাহা ও ১২টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।

আরও খবর

Sponsered content