দেশজুড়ে

সিরাজগঞ্জে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ৭:১৫:৩৮ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করা হয়।

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে র‌্যালি ও শোভাযাত্রায় জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ঘোড়ার গাড়ি নিয়ে, বাদক দলের ব্যান্ড পার্টি বাজিয়ে বঙ্গমাতা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনায় মাধ্যমে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালন করা হয়।

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে রোববার (২৩জুন-২০২৪খ্রীঃ) সকালে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোড়স্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অ্যাডভোকেট শামসুল হক, মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে বর্নাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং র‌্যালি ও শোভাযাত্রার নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপনের জন্য স্বাগত জানান এবং র‌্যালি ও শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, ফিরোজ ভূইয়া,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দানিউল হক দানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিনসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, সদর উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content