দেশজুড়ে

সিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৪:০৭:১৫ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। সমবায় বিভাগ ও সদর উপজেলা সমবায়ীদের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে শেষ হয়।

র‌্যালী শেষে অফিসার্স ক্লাবের হল রুমে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সহকারী পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার প্রমূখ।

সমবায় পরিদর্শক রেজওনা জলি‘র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সামিউল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুরুজ্জামান তালুকদার ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, আস্থা মাশরুম চাষী সমবায় সমিতি লি: এর সভাপতি শিরিন ফেরদৌসি।

এসময় উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: আসলাম সেখ, মেঘনা সমবায় সমিতির সভাপতি ফরহাদ হোসেন, আস্থা মাশরুম চাষী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক মোছা: পলি খাতুন,মাছরাঙ্গা সমবায় সমিতি, আল আমিন সমবায় সমিতিসহ বিভিন্ন সমিতির সমবায়িরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by