দেশজুড়ে

সিরাজগঞ্জে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, এরা হলো, রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের সিএনজি চালক রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। বাকি দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, রবিবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামি একটি সিএনজি অটোরিক্সা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় পৌছলে বিপরীতমুখি একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হয়। আহত হয় আরও অন্তত ৩ জন। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও দুইজন মারা যায়।

আরও খবর

Sponsered content