রাজশাহী

সিরাজগঞ্জে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সচেতনতা সভা

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ৬:৫৯:৪০ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নিরাপদ সড়ক সম্পর্কে মালিক, শ্রমিক, চালক, পথচারী ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পৌর শহরের রেলগেট এলাকায় সিএনজি স্ট্যন্ডে ট্রাফিক বিভাগ সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খান।

সিএনজি মালিক সমিতির সভাপতি মো. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সার্জেন্ট মো. আবু আল মাহমুদ, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম লিটন। এসময় সার্জেন্ট মো. আইনুল হক সবুজ, সার্জেন্ট মো. তাহাজ্জৎ হোসেনসহ মালিক, শ্রমিক, চালক, পথচারীরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content