প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৪:০১:৫৬ প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ শ্লোগান সামনে রেখে নানা আয়োজনে সিরাজদিখানে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা সারে ১১ সিরাজদিখান উপজেলা কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সেখানে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পওে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান উপজেলা সমবায় অফিসার বিন্দু রানী পাল । উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান উপজেলা বিআরডিপি চেয়ারম্যান তাইজুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাংবাদিক গোপাল দাস হৃদয়। এ সময় উপজেলার শতাধিক সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।