ঢাকা

সিরাজদিখান মধ্যপাড়ায় পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৬:৪৬:০৫ প্রিন্ট সংস্করণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় মধ্যপাড়া ইউনিয়নের পারজা গ্রামের রঞ্জন চক্রবর্তীর(রুনু) বাড়িতে ৩শ ৫০ জন অসহায় দুঃস্থ মানুষের মধ্যে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম শেখ বস্ত্র বিতরণ করেন। এ সময় সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,সিরাজদিখান থান পুলিশ পরিদর্শক(অপারেশন) মুহাম্মদ আজাহারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, মাহবুব আলম খান, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, মুক্তার হোসেন,শাহবদ্দিন,রফিকুল ইসলাম,আবু সাঈদ, হারুন অর রশিদ সুমন,ওমর ফারুক, রঞ্জন চক্রবর্তীর(রুনু), শিক্ষক মোঃ কামাল হোসেন,দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোপাল দাস হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। সুন্দর কাজ, আত্মশুদ্ধি এবং মানব কল্যাণই ধর্মের মূল কথা। এখানে আমরা ঈদ-পূজা-পার্বণ, বড়দিন সবাই মিলেমিশে উদযাপন করি। এটাই বাংঙ্গালি জাতির অন্যতম শক্তি।

আরও খবর

Sponsered content

Powered by