দেশজুড়ে

সীতাকুন্ডে গণপরিবহনে বিশৃঙ্খলা, ভাড়া ডাবল যাত্রীদের ক্ষোভ

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৮:০২:৩৪ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড (চট্টগ্রাম:

নতুন করে গণপরিবহনে ৬০ শতাংশ সরকারি ঘোষণার প্রথম দিন থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে চলাচলকারী বিভিন্ন গণপরিবহনে যাত্রী সাধারণের সাথে গাড়ি চালক- হেলপারদের বাক-বিতন্ডা শুরু হয়েছে।

 

সরকার কর্তৃক ৬০ শতাংশ ভাড়া নির্ধারণ করে দিলেও প্রতিটি গাড়িতে ভাড়া নেওয়া হচ্ছে ডাবল।

১৮ দফা শর্ত সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। দুই সিটে বসবে এক যাত্রী। সিট খালি থাকবে অর্ধেক। কম যাত্রী পরিবহনের এ ক্ষতি পোষাতে ভাড়া বাড়বে ৬০ শতাংশ।

কিন্তু সব শর্ত যেন কাগজেই সীমাবদ্ধ। ভাড়া ডাবল। যাত্রীও দ্বিগুণ। কেউই মানছে না স্বাস্থ্যবিধি। কোন পরিবহণে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয় না। করোনা সংক্রমণ বাড়তে থাকা এ সময়ে গণপরিবহনই করোনার ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করছে মানুষ।

 

অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন গাড়ি চালক-হেলপাররা। জিম্মি করে আদায় করছেন দ্বিগুণ ভাড়া।

 

এ নিয়ে যাত্রীদের ক্ষোভ-হতাশার অন্ত নেই। চট্টগ্রাম-মাদারবাড়ী টু বারৈয়ারহাট রোডে চলাচলকারী উত্তরা পরিবহণে অলংকার থেকে সীতাকুন্ড নিয়মিত ভাড়া ৩০ টাকা। বর্তমানে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর পর নেওয়া হচ্ছে ডাবলের চেয়েও বেশী ৭০ টাকা।

অলংকার- সীতাকুন্ড রোডে চলাচলকারী মিনিবাসের নিয়মিত ভাড়া ৪০ টাকা। এখন নেওয়া হচ্ছে ৮০ টাকা। মামুনুর রশিদ বলেন, গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি জনগণের সঙ্গে জুলুম অযৌক্তিক কোথাও ৬০% কোথাও ১০০% বেশি নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content