আন্তর্জাতিক

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার, তদন্তের নির্দেশ

  প্রতিনিধি ৮ মার্চ ২০২২ , ৩:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।

মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুকুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। খবর ডয়েচে ভেলের।

তরুণ কূটনীতিক মুকুল গত বছর রামাল্লা শহরে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কার্যভার গ্রহণ করেন।

জয়শঙ্কর তার শোকবার্তায় বলেন, ‘রামাল্লায় ভারতীয় কূটনীতিকের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তিনি বুদ্ধিদীপ্ত সপ্রতিভ একজন কর্মকর্তা ছিলেন। আরও অনেক কাজ করার অবকাশ তার সামনে ছিল। আমি তার পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি।’

ফিলিস্তিন কর্তৃপক্ষ এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির সরকার (ফিলিস্তিন) এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় তারা ‘বিস্মিত’ও ‘স্তম্ভিত’।

মুকুল আর্য ২০০৮ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা। কর্মদক্ষ তরুণ কূটনীতিক হিসেবে তিনি নজর কেড়েছিলেন।

ফিলিস্তিনের আগে তিনি আফগানিস্তান ও রাশিয়ায় ভারতীয় দূতাবাসে কাজ করে এসেছেন। প্যারিসে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিদলেও ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by