বাংলাদেশ

শুক্রবারের কর্মসূচি নিয়ে হেফাজতের নতুন নির্দেশনা

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২১ , ৯:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে কোথাও কোনো সমাবেশে আসা বা যাওয়ার পথে কোনো ধরনের মিছিল হবে না বলে নির্দেশনা দিয়েছেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সন্ধ্যা ৬টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে তাদের নিজস্ব ফেসবুক পেইজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত একটি আপডেট দেয়া হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশনার পাশাপাশি আরও দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সেগুলো মধ্য একটি হলো-কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। অন্যটি হচ্ছে- নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by