বাংলাদেশ

সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি : মহাপরিচালক

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৩:৩৯:০৭ প্রিন্ট সংস্করণ

সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি : মহাপরিচালক
ছবি : সংগৃহীত

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ভারতীয় অনুপ্রবেশ যারা করেন তাদের সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেফতার করে হস্তান্তর করি আমরা, সেটা কতটুকু আর করা যাবে? সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি।

আজ শনিবার (১ মার্চ) দুপুরে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, আমরা বলেছি এটা (সীমান্ত হত্যা) কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে যায় না। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না।

আরও একটি (হত্যা) যদি হয় আমরা পরবর্তী সময় আরও কঠোর অবস্থানে যাবো। এটা আমি আশ্বস্ত করতে চাই। এসময় বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্ত নিরাপদ রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। বিজিবি’র মহাপরিচালক বলেছেন অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করলে সব বাংলাদেশি নিরাপদ।’ 

আরও খবর

Sponsered content