ময়মনসিংহ

নান্দাইলে অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুঁড়ে ছাঁই,৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ৬:০২:০২ প্রিন্ট সংস্করণ

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকান্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।এতে ব্যবসায়ীদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫ টার দিকে পল্লী চিকিৎসক মো.জালাল উদ্দিনের ঔষধের দোকানে আগুন লাগে।

বাজারের পাহারাদাররা আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়।এসময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। এতে আশে পাশের মানুষজন এসে আগুন নেভাতে সক্ষম হন।

ততক্ষণে মো.জালাল উদ্দিনের ঔষধের দোকান এবং আঃ কুদ্দুসের চায়ের দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

ঔষধ ব্যবসায়ী মো.জালাল উদ্দিন এবং চায়ের দোকানদার আঃ কুদ্দুস বলেন, রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে আসি। বুধবার সকালে খবর পেয়ে গিয়ে দেখি দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দা মো.মেহেদী হাসান নাঈম বলেন, ভোর ৫ টার দিকে মাইকে আগুন লাগার ঘোষণা শুনে আমরা এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হই।এতে পাশের সকল দোকানপাট রক্ষা পায়।

স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান মো.কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েছি।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছি

আরও খবর

Sponsered content

Powered by