খেলাধুলা

সুপার ওভার রোমাঞ্চ বয়স বাড়িয়ে দিয়েছে ভিসার!

  প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৩:৩১:১৮ প্রিন্ট সংস্করণ

সুপার ওভার রোমাঞ্চ বয়স বাড়িয়ে দিয়েছে ভিসার!
ম্যাচের একটি দৃশ্যে ডেভিড ভিসা

লো স্কোরি ম্যাচে নামিবিয়ার অবস্থানটা ছিল সুবিধাজনক। কিন্তু দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলাতে ম্যাচে ফিরে আসার সুযোগ পায় ওমান। শেষ পর্যন্ত সুপার ওভারে অলরাউন্ডার ডেভিড ভিসার বীরত্বে অসাধারণ এক জয়ে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে।

স্বাভাবিকভাবেই ব্যাটে-বলে তার যে নৈপুণ্য, সেটা ছিল শক্তি ক্ষয় করে দেওয়ার মতোন। ম্যাচের পর সেটা লুকাননি নামিবিয়ান অলরাউন্ডার। ম্যাচের পর ডেভিড ভিসা বলেছেন, ‘মনে হচ্ছে আজ রাতে বয়সটা কয়েক বছর বেড়ে গেছে।

যদিও খেলার জন্য খুব বেশি বয়স হয়তো আমার কাছে নেই (হাসি)। মানসিকভাবে ভীষণ ক্লান্তিকর। জানতাম সুপার ওভারে কিছু হিট করতে পারলে… তার পর বল হাতে নৈপুণ্য দেখানো।

৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার পিচ নিয়েও কথা বলেছেন। বার্বাডোসের কেনসিংটন ওভালের পিচ নিয়ে তার কথা, ‘পিচটা কঠিন ছিল। যেভাবে ভেবেছিলাম তেমন নয়। তবে আমরা মানিয়ে নিতে পেরেছি। এটা অসম। ফলে এখানে খেলা কঠিন।  এখানে অবশ্যই সুযোগ কাজে লাগাতে হলে কিছুটা সময় মানিয়ে নিতে হবে।’

অথচ যেভাবে নামিবিয়া বল করেছিল তাতে লো স্কোরে গুটিয়ে যায় ওমান। তাদের ১০৯ রানেই থামিয়ে দিয়েছিল। তার পর নড়বড়ে পরিস্থিতির জন্ম দিয়ে নিজেরাই ওমানকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে। যে কারণে ম্যাচটা টাই হয়েছে নির্ধারিত ২০ ওভারের খেলায়। সেটা হয়েছে ভিসার দৃঢ়তাতেই।

তার পর সুপার ওভারে নামিবিয়ার জয়ের নায়কও ছিলেন ডেভিড ভিসা। তার ব্যাটেই ৬ বলে আসে ২১ রান। জবাবে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেট হারিয়ে ওমান করতে পারে মাত্র ১০ রান।

আরও খবর

Sponsered content