চট্টগ্রাম

স্ত্রী হত্যার অভিযোগে ১৪ বছর পর গ্রেপ্তার স্বামী

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৫:১৫:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

স্ত্রীকে হত্যা করে ১৪ বছর ধরে পালিয়ে থাকা স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার হওয়া মামুনুর রশিদ(৫০)কে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া মামুনের বাড়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইন এলাকায়।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়গুনা উপজেলার তালতলী উপজেলার কলি আক্তারের সাথে ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মামুন। কলি সেসময় গার্মেন্টেসে চাকরী করতো। ২০০৯ সালে ২৬ মে মামুনের স্ত্রী কলি আক্তারের মৃত্যু হয়। স্ত্রী ডায়রিয়ায় মারা গেছেন বলে ওই সময় শ্বশুড়বাড়িতে জানিয়ে তড়িঘরি লাশ দাফন করেন মামুন।
পরে কলির বাড়ির লোকজন জানতে পারেন যৌতুকের জন্য নির্যাতন করে মামুন ও তার পরিবারের সদস্যরা কলিকে ‘খুন’ করেছেন। এ ঘটনায় মামুনকে প্রধান আসামি করে তার পরিবারের আট সদস্যের বিরুদ্ধে মামলা করেন কলি আক্তারের মা। এ মামলায় পরোয়ানা নিয়ে আত্মগোপনে চলে যান মামুন। দীর্ঘ ১৪ বছর পর গোপন সংবাদরে ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে র‌্যাব।

আরও খবর

Sponsered content

Powered by