রাজশাহী

বড়াইগ্রামে ৬ ধর্মপল্লীতে বড়দিন পালিত

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২০ , ৬:২২:১১ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের ৬টি ধর্মপল্লীতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। শুক্রবার সকালে ধর্মপল্লীর গীর্জাগুলোতে বিশেষ উপাসনা, শিশুদের দীক্ষস্ন্নান প্রদান, কীর্তণ অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে পিঠা বৈঠকসহ নানা রকম আনুষ্ঠানিকতা ছিলো এই বড়দিনের অনুষ্ঠানে।

বনপাড়া লুর্দের মা মারীয়া গির্জায় প্রধান খ্রিষ্টযাগ উৎসর্গ করেন প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু ও ফাদার শিশির গ্রেগরী।

পরে গির্জা প্রাঙ্গণে কীর্তন অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বিনিময় করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও পৌর মেয়র কেএম জাকির হোসেন।

এর আগের দিন রাত ১০টায় গির্জার হলরুমে কেক কেটে বড়দিনের মূল অনুষ্ঠানের সূচনা করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, ইউএনও জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ, পাল-পুরোহিত ও পালকীয় পরিষদের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by