প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২১ , ৭:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল ইউনিয়নের হাওলাদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান লাল মিয়া পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। সংসারে ছিলনা কোন অভাব অনটন কিন্তু সেই সুখ এক অগ্নিকান্ডে সম্পূর্ন শেষ হয়ে গেছে। অগ্নিকান্ডে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান লাল মিয়া ও তার ভাই চাঁন মিয়া ও ছেলে মোস্তফার দোতলা বসতঘর মালামালসহ পুড়ে সম্পূর্ন ভস্মীভুত হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়েছে ওই মুক্তিযোদ্ধার পুরো পরিবার।
তিনটি ঘরের সকল সদস্যদের মাথা গোজার ঠাই হয়েছে বাড়ির পার্শ্ববর্তী সাইক্লোন সেল্টারে। সেখানে এক প্রকার মানবেতর জীবন কাটাচ্ছে তারা।
উপজেলার সোহাগদল ইউনিয়নের হাওলাদার বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওইদিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে মোস্তফার ঘরে আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় তিনটি দোতলা বসতঘর মালামালসহ ভস্মীভুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারনা করেন স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আরিফুজ্জামান শেখ।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা লাল মিয়া জানান, ঘরে তার ব্যাবসায়ের টাকা এবং ছেলে রফিকুল ইসলামের ব্যাংক থেকে উত্তোলন করা লোনের ২ লক্ষ টাকা মিলিয়ে নগদ ১৩ লক্ষ টাকাসহ তার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও তার ভাই চাঁনের এবং ছেলে মোস্তফার ঘর পুড়ে তাদের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একদিকে ব্যবসায়ের পুঁজি হারিয়ে এবং অন্যদিকে ব্যাংকের লোনের টাকার চিন্তায় তিনি এখন পাগলপ্রায় হয়ে গেছেন।