দেশজুড়ে

স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদার গ্রেফতার

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ৫:১০:৫৫ প্রিন্ট সংস্করণ

স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদার গ্রেফতার

পিরোজপুরের স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে শুভঙ্কর চক্রবর্তী নামে এক ডাকাত সরদারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের বাস্তুকাঠি এলাকায়।

শুভঙ্কর পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচ বুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তীর ছেলে। জনতার মাধ্যমে খবর পেয়ে পুলিশ শুভঙ্করকে গ্রেফতার করে তার দেয়া তথ্য অনুযায়ী স্থান থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। শুভঙ্করের বিরুদ্ধে নেছারাবাদ থানায় নিয়মিত মামলা দায়ের শেষে শনিবার সকালে পুলিশ তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের বাস্তুকাঠি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকার লোকজন টের পেয়ে যায়। পরে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা ডাকাত সর্দার শুভঙ্করকে ধরে ফেলে। জনতার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভঙ্করকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে শুভঙ্করকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। শুভঙ্করের দেয় তথ্যের ঘটনাস্থল থেকে দা, রামদা, চা-পতি, শাবল, ছুরি সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নেছারাবাদ থানার ওসি বনি-আমিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে শুভঙ্কর নামে এক ডাকাতকে স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দেয়। শুভঙ্করের সাথে থাকা আরও ৫/৭ জন সহযোগী পালিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার শুভঙ্করের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি।