চট্টগ্রাম

হাটহাজারীতে টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৪ , ৫:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

হাটহাজারীতে টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ২নং ধলই ইউনিয়ন হাতি মারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মসিউজ্জামান জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলই ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কাটার সংবাদ অবহিত হয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে টপ সয়েল কাটার অপরাধে জনৈক মো. আরমান ,পিতা জালাল আহমেদ কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

দায়ী ব্যক্তিকে সাবধান করা হয় বলে তিনি উল্লেখ করেন। কৃষি জমি রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে ও তিনি গণমাধ্যমকে জানান।

আরও খবর

Sponsered content

Powered by