রাজশাহী

পোরশায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ৪:০৮:৪১ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় বাল্যবিবাহ নিরোধ আইন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ে রবিবার মশিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

স্ট্রেনদেন্ড সিভিল সোসইটি প্রটেক্টস এন্ড প্রমোটস্ উইমেন রাইটস প্রজেক্ট এর আওতায় এতে বাল্যবিবাহ নিরোধ আইন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, ফিল্ড অফিসার ভানু রাণী, ফিল্ড ফ্যাসিলেটেটর রাজিয়া খাতুন ও মশিউর রহমান এবং শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

Powered by