
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসন দেশবাসী দেখেছে। এখন আর নতুন করে উন্নয়নের ফুলঝুরি শোনার প্রয়োজন নেই।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, “হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন।” তিনি ভোটারদের প্রতি দেশ ও ইসলামের স্বার্থে সৎ প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।
উন্নয়ন প্রসঙ্গে: রেজাউল করিম বলেন, বিগত সরকারগুলোর শাসনামলে প্রকৃত উন্নয়ন কতটা হয়েছে তা জনগণের জানা। তাই মিথ্যা আশ্বাসের রাজনীতি পরিহার করার সময় এসেছে।
ভোটকে আমানত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিক জায়গায় ভোট দিলে সেটি পরকালে শান্তির উসিলা হতে পারে।
নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নুরুল করিম আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: হাফেজ মো. সিদ্দিকুর রহমান (সিনিয়র সহ-সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন), মো. হোসাইন আহমেদ (সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন),মুফতী মোস্তফা কামাল ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজী (জামালপুর জেলা শাখা)
এছাড়া বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল।