খুলনা

হাসিনার পদত্যাগে কুষ্টিয়ায় বিজয় মিছিল-মিষ্টি বিতরণ

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ৫:৪১:৫৪ প্রিন্ট সংস্করণ

হাসিনার পদত্যাগে কুষ্টিয়ায় বিজয় মিছিল-মিষ্টি বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খুশিতে কুষ্টিয়ায় বিজয় মিছিল করছে আন্দোলনকারী ও সাধারণ জনগণ। এ সময় সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেতে দেখা যায়।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় হাজার হাজার জনতা। এরপর শহরের পাঁচ রাস্তার মোড়ে একত্রিত হয়ে বিজয় মিছিল ও উল্লাস করে সাধারণ জনতা ও আন্দোলনকারীরা৷ 

বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। এদিন আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ। 

আরও খবর

Sponsered content