বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৮২

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২৫:০৭ প্রিন্ট সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৮২

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে।আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৭৮২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫১ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ১৩২ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ৪৯ জন ঢাকায় এবং ৫ হাজার ৮৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ২৬ হাজার ১২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by