ময়মনসিংহ

বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ৩:৩১:৪০ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা

আসন্ন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের ২১ মে নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার।বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্দকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে আব্দুর রউফ তালুকদার (মোটরসাইকেল),আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার (ঘোড়া), আলহাজ্ব শাহীনা বেগম (আনারস) বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফড়িং (কই মাছ)।উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান,জাহিদুল ইসলাম তালুকদার জুমান (চশমা), মোহাম্মদ জহুরুল হক (উড়োজাহাজ),মোঃ শাহিনুর ইসলাম (মাইক) মাওলানা শাহজালাল(টিউবওয়েল)।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান,মাসুমা ইয়সমিন স্মৃতি (প্রজাপতি),জহুরা বেগম (হাঁস) তাহমিনা আক্তার পাখি(কলস),আমেনা শেখ (ফুটবল)।আগামী ২১ মে ৫৩ টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪৭৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৫৪৮ জন ও নারী ভোটার সংখ্যা ৯২ হাজার ৯২৯ জন ও ১জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by