
সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাচন অফিস সহকারীর চুরি যাওয়া মোটরসাইকেল অভিযোগের মাত্র ৮দিনের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততার মধ্যে থাকা উপজেলা নির্বাচন অফিসের সহকারী মির্জা ফখরুল ইসলামের মোটরসাইকেল গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অফিসের সামনে থেকে চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মির্জা ফখরুল ইসলাম ১৮ জানুয়ারি সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তে নেমে এএসআই আসাদুজ্জামান কার্যালয়ের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত করেন।
পুলিশ জানায়, আশুলিয়া থানা এলাকা থেকে লিটন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকা থেকে ফারুক কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক মোটর সাইকেলটি আসিফ শেখের কাছে বিক্রির কথা স্বীকার করেন।
পরে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটর সাইকেলটি।
ওসি মো. বাচ্চু মিয়া বলেন, নিয়মিত মামলা দায়েরের পর সোর্স, সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং মোটর সাইকেল উদ্ধার সম্ভব হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে থানায় এনে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।