রাজশাহী

৮ বছর পর কাল চৌহালী আ’লীগের সম্মেলন

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২১ , ৭:৩৯:০৮ প্রিন্ট সংস্করণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

দীর্ঘ প্রায় ৮ বছর পর কাল রোববার সিরাজগঞ্জর চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

চৌহালী সরকারী কলেজ মাঠে সকাল ১০টায় সম্মেলনের অধিবেশন শুরু হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

পাশাপাশি যোগ্য নেতৃত্ব নির্বাচন নিয়ে চরম আগ্রহও সৃষ্টি হয়েছে। এছাড়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উদ্বোধক জেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, সাহাব উদ্দিন ফরাজী ও স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৭ এপ্রিল চৌহালী উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। অভ্যান্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের ফলে এতোদিন দলের সম্মেলন হয়নি।

তবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তাজ উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম মজিবুর রহমান লড়ছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, ত্রাণ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী ও উপজেলা যুবলীগের

সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার লড়ছেন। ৪৫৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

Powered by