ময়মনসিংহ

বকশীগঞ্জে মেয়র নজরুলের গণসংযোগে গণজোয়ার

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৪ , ৮:৩৭:০১ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে মেয়র নজরুলের গণসংযোগে গণজোয়ার

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ নজরুল ইসলাম সওদাগরের গণসংযোগে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে মালীবাগ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এসময় পৌর শহরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত গণসংযোগে নামছে হাজার হাজার মানুষের ঢল এতে গণ সংযোগ পরিণত হয়েছে গণমিছিলে। গণসংযোগে কর্মসূচি শুরুর আগেই মালীবাগ মোড়ে জড়ো হতে থাকে হাজার হাজার নেতা-কর্মী।

এছাড়া মেয়র নজরুল যখন গণসংযোগ করছেন তখন সংশ্লিষ্ট রাস্তা ও মহল্লার মানুষ হাত নাড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নজরুলের সঙ্গে প্রচারণা চালান।

গণসংযোগ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আলহাজ নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভা এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। হাজার হাজার মানুষের ‘নজরুল ভাই-নজরুল ভাই’ স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। গত ২৩ জানুয়ারি বকশীগঞ্জ পৌরসভার তফশিল ঘোষণা হলে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেন আলহাজ নজরুল ইসলাম সওদাগর। প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা,পথসভার পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

প্রচারণাকালে এলাকার মানুষ যেন হুমড়ি খেয়ে পড়ে। আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content