চট্টগ্রাম

প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ

প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. মনির হোসেন (৩৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাইকেল আরোহী মো. মনির হোসেন কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী পূর্ব কোর্স পাড়ার মোজাম্মেল হকের ছেলে। তিনি পতেঙ্গা এলাকার একটি হোটেলের কর্মচারী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পতেঙ্গা থানাধীন বেড়িবাধ সংলগ্ন আউটার রিং রোড চরপাড়া ঘাট এলাকায় পাকা রাস্তার উপর দ্রুত ও বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় ঐ আরোহী নিহত হন। প্রাইভেটকারটি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

ঘাতক প্রাইভেটকার নং- ঢাকা মেট্রো গ, ২১-৪০৯৮। এ ব্যাপারে পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, এতে সাইকেল আরোহী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনাস্থলেই সে মারা যায়। চালকসহ প্রাইভেটকার টি আটকের চেষ্টা অব্যাহত আছে।