খুলনা

পাইকগাছায় তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৪৯:৩২ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত

পাইকগাছায় বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে তরুণদের অংশগ্রহণে বহিঃধারণকৃত প্রামাণ্য সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের কণ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা,অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন,বাল্যবিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সবার কাজ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। আসুন, সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।

উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।

অনুষ্ঠান টি পরিচালক মো. বশির উদ্দিন এর নির্দেশনায় উপ পরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কণ্ঠ প্রচার হবে।

আরও খবর

Sponsered content