ঢাকা

আন্তর্জাতিক মাতৃভাষা পদক -২০২৩ পেলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৩৭:৫৪ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ পেলেন গোপালগঞ্জের কৃতি সন্তান,
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর হাতে এই পদক তুলে দেন। বেদে জনগোষ্ঠীদের বিলুপ্ত প্রায় মাতৃভাষা ‘ঠার’ ভাষা সংগ্রহে অবদান রাখায় এ পদক পেলেন হাবিবুর রহমান। এই ভাষাটির নেই কোনো বর্ণ বা লিপি। মূলত এটি কথ্য ভাষা। যা সাধারণ মানুষের বোধগম্যের বাহিরে।

ভাষা বিজ্ঞানীদের মতে, ১৬৩৮ সালে শরণার্থী আরাকানরাজ বলালরাজের সঙ্গে মনতং জাতির যে ক্ষুদ্র অংশ বাংলাদেশে প্রবেশ করে তাদের ভাষার নাম ‘ঠার’ বা ‘ঠেট’ বা ‘থেক’ ভাষা। সেই রহস্যময় ‘ঠার’ ভাষা নিয়ে আট বছরের গবেষণালব্ধ পূর্ণাঙ্গ বই ‘ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা’ প্রকাশ পায় গত বছর। বছর না ঘুরতেই সেই কাজের স্বীকৃতি হিসেবে পেলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৩।

আরও খবর

Sponsered content

Powered by