দেশজুড়ে

আল-হাসান মহিলা মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৪ , ৫:৪৫:০০ প্রিন্ট সংস্করণ

আল-হাসান মহিলা মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোয়ালমারীতে আল -হাসান মহিলা মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৭ মার্চ পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ আল-হাসান মহিলা মাদরাসার আয়োজনে সারাদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম রেজা লিপন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র মাদরাসার সভাপতি শাহজাহান মীরদাহ পিকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ডা. মো. মাহফুজুর রহমান, আ.লীগ নেতা মোশারফ হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপন। ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এম.এ. কুদ্দুস-সহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।