প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ৬:১২:২২ প্রিন্ট সংস্করণ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে রোববার (১০ মার্চ) রাতে হাজারী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে পৌর মেয়রের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন- দোহাজারী পৌরসভার বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোহা. শাহ্ আলম এবং কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পৌর কাউন্সিলর এসএম পহর উদ্দিন।
সমিতির সহ-সভাপতি বাদশা মিয়ার সঞ্চালনায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- মিছির আলী, মনজুর আলম, ওসমান মিয়া প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোহাম্মদ লোকমান হাকিম বলেন, “পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো যাবে না। রজমান মাসে সাধারণ ক্রেতার জন্য দ্রব্যমূল্যের দাম যেন অস্থিতিশীল না হয়, সহনশীল পর্যায়ে থাকে এ বিষয়ে সকল পর্যায়ের ব্যবসায়ীকে সহানুভূতিশীল থাকতে হবে।
রমজান মাসে অতিরিক্ত মুনাফার আশায় পঁচা, বাসি এবং ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রয় না হয় সেদিকে ব্যবসায়ীদের নজর দিতে হবে।”কোনো ব্যবসায়ী যেন ক্রেতাদের কাছ থেকে পণ্যের অযৌক্তিক দাম আদায় করতে না পারে, ওজনে যেন কম না দেয়, সে বিষয়ে বাজার কমিটিকে তৎপর থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি চাই না মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ব্যবসায়ীদের হেনস্তা করুক।
পণ্য ক্রয়-বিক্রয় ও মজুদের বিষয়ে সরকারের নিয়মনীতি রয়েছে। এসব বিষয়ে সাধারণ ব্যবসায়ীদের সচেতন করতে বাজার কমিটিকে উদ্যোগ গ্রহণ করতে হবে।”