বরিশাল

ভোলায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ৩

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৮:১৪:৩৬ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভোলার দৌলতখানে নারী সহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলা উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোতাহার (৫৯), সোহাগ (২৯) ও নাজমা। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্তরা হলেন, জিলন তার মেয়ে ইয়ানুর, ববি ও রিনা। এ ঘটনায় মোতাহার বাদী হয়ে জিলনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সম্পর্কে আহত মোতাহার জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ জিলন গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে গ্রাম্যভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও এর কোন সুরাহ হয়নি। পরে আদালতে মামলা করেন তারা। মঙ্গলবার সকালে ভূমি অফিস থেকে জমির তদন্ত আসে। তদন্তে ভূমি অফিসের লোকজনদের জমির কাগজপত্র দেখেয়ি আমরা বাড়ির দিকে রওনা হই। পথিমধ্যে প্রতিপক্ষ জিলন তার ওপর ইট দিয়ে মাথায় রক্তাক্ত যখম করে। এসময় ভাতিজা সোহাগ ও ভাইয়ের স্ত্রী নাজমা এগিয়ে আসলে তাদেরও লাঠিসোটা দিয়ে মারধর করে প্রতিপক্ষ জিলনের মেয়ে ইয়ানুর, ববি ও রিনা সহ ১০ থেকে ১৫ জন। ৯৯৯ ফোন পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করান। এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। তাই বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

তদন্তকারী কর্মকর্তা থানার এসআই ইসমাইল বলেন, এ ঘটনায় মোতাহার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by