প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ , ৫:২৭:২৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে সাত গ্রাম হেরোইনসহ সোহেল রানা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের ঘটনাটি ঘটেছে রোববার (২৪ মার্চ) রাতে পৌর শহরের জোনাইডাঙ্গা খাওনার দরগাহ এলাকায়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগাহ গ্রামে মাদক বিক্রির খবর পায় থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেল রানাকে নিজ বসতবাড়ি থেকে সাত গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গেফতারকৃত সোহেল রানা পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগাহ গ্রামের মোজাম্মেল হক মোজার ছেলে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।