স্বাস্থ্য

করোনা চিকিৎসায় বাংলাদেশেও উন্নতি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

  প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ৭:৪৬:১৫ প্রিন্ট সংস্করণ

করোনা চিকিৎসায় বিশ্বব্যাপী উন্নতির সাথে সাথে বাংলাদেশেও উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার অনলাইন জুম মিটিং এর মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি জানান, করোনা সংকটে প্রতিকূল পরিস্থিতির কারণে প্রজনন স্বাস্থ্যসেবা কিছুটা ব্যহত হয়েছে। তবে এখন পুরোদমে কার্যক্রম চলাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, জন্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ বেশ সফলতা অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে জন্মবৃদ্ধির হার আরও কমে আসবে।

জাহিদ মালেক বলেন, ‘গোটা বিশ্বে করোনার তান্ডব চলছে। এর কোন ভ্যাক্সিন ও ঔষধ এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হননি। কিন্তু তাই বলে করোনার বাইরেও মানুষের অন্যান্য রোগ-ব্যাধি তো থেমে থাকবে না।’

তিনি বলেন, ‘কাজেই মহামারী যতই বৃহৎ আকারে থাকুক, মানুষের স্বাস্থ্যসেবায় কোনরকম ঘাটতি রাখা যাবেনা। দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর, গ্রামে সবখানেই এবং স্বাস্থ্যখাতের সকল স্তরে মানুষের স্বাস্থ্যসেবা সমানভাবে অব্যাহত রাখতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানের করোনা ক্রান্তিকালে দেশের প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালসমূহে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে ৫২ হাজার কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তাদের প্রত্যেককে সাধুবাদ জানান ও মানুষের সেবায় প্রত্যেককে আরো নিবেদিত হয়ে কাজ করে যাবার আহবান জানান।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আইইএম শাখার পরিচালক ড. আশরাফুন্নেছা।

আরও খবর

Sponsered content

Powered by