প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৪ , ৭:৫২:০৩ প্রিন্ট সংস্করণ
আশুলিয়ায় বাঁশ বাগান থেকে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে আটক করেছেন আশুলিয়া থানা পুলিশ। পরকীয়ার সন্দেহে তাকে হত্যা করা হয়েছে বলে জানায়েছেন পুলিশ।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিকে আটক ও ঘটনার বিস্তারিত বিষয়ে জানান ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) আব্দুল্লাহ আল কাফি। এ বিষয়ে তিনি বলেন, ৩২ বছরের নারী গার্মেন্টস শ্রমিক আনজু খাতুনের ক্ষতবিক্ষত মুখ এবং চোখ উপড়ানো লাশের সুরতহাল ও ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আনজু খাতুনের স্বামী মো. ফিরোজকে আশুলিয়া হতে শনিবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মো. ফিরোজ জানায় তার স্ত্রী আনজু খাতুন অবৈধ সম্পর্কে লিপ্ত আছে বলে সন্দেহ হয়। এরই জের ধরে তার স্ত্রী সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আনজু খাতুনকে হত্যা করার পরিকল্পনা করে সে। এরপরে তার স্ত্রীকে হত্যা করে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়ার একটি বাঁশ ঝাড়ে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
এঘটনায় নিহতের ভাই খলিল মিয়া বাদী হয়ে একটি মামলা করে এবং তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।