রংপুর

দিনাজপুরে ০.৪ মিলিমিটার বৃষ্টিপাত

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ৭:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে ০.৪ মিলিমিটার বৃষ্টিপাত

বুধবার রাত ১১ টা ৩৯ মিনিট। হঠাৎ করেই মেঘের গর্জন। টিপ টিপ বৃষ্টি। মানুষ আনন্দে আত্মহারা। কিন্তু মাত্র ০.৪ মিলিমিটার বৃষ্টিপাতের পর থেমে গেলো বৃষ্টি। মানুষ হতাশ। তবে ঠান্ডা বাতাস সারারাত বইছে।

চলতি বছরে বুধবার সারারাত ঠান্ডা বাতাসে স্বস্তি পেয়েছে মানুষ। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের কারণে দিনাজপুরে ০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যে বৃষ্টিপাত আবহাওয়ার গণনার মধ্যে পড়ে না।

তবে ওই বৃষ্টিপাত হওয়ার কারণে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩১ কিলোমিটার। তাই চলতি বছরের বুধবার রাত ছিল ঠান্ডা। এ দিকে তিনি জানান গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ১১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১১ কিলোমিটার। দিনে বাতাসের গতিবেগ কমে যাওয়ায় গরমের তীব্রতা বেড়ে যায়। তিনি আরও জানান, আগামী ৫ ও ৬ মে দিনাজপুরসহ রংপুর বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content