প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ৪:৪৭:০৪ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে সনাতনী ধর্মালম্বীদের ভোটের সহযোগিতা চেয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদ। রায়পুর উপজেলার সনাতনী সম্প্রদায়ের নেতা ও কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা উত্থাপন করেন।
বুধবার (১৫ই মে) দুপুরে রায়পুর পৌর শহরে শ্রী শ্রী জগন্নাথ দেব বিগ্রহ মন্দিরে এই সভাটি অনুষ্ঠিত হয়। ওই সময় তিনি বলেন, আমার যে সমস্ত অসমাপ্ত উন্নয়ন কাজ রয়েছে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনাদের ভোট প্রয়োজন। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক।
উন্নয়নের স্বার্থে আগামী ২১ তারিখে ভোট দিতে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে এবং আনারস মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিতে হবে।আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন কোনো চাঁদা ছাড়াই আপনারা ব্যবসা করেছেন। আমার দলকে বা দলের নেতাদেরকে কোনো চাঁদা দিতে হয় নাই। সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
উক্ত অনুষ্ঠান এড.প্রেমধন মজুমদারের সভাপতিত্বে ও প্রদীপ রায়ের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা হুমায়ুন ভাট, উপজেলা ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ,যুব ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদক, পৌর মহাশ্মশানের সম্পাদক উত্তম রায়, সনাতনী যুব সেবা সংঘের সম্পাদক সাংবাদিক সুদেব কুরী ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ।