প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৪:১৭:৩০ প্রিন্ট সংস্করণ
নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার টাকার দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক-কর্মচারীরা।
শনিবার সকালে মিল চত্বরে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন,ধর্ম বিষয়ক সম্পাদক সেন্টু মিয়া, মৌসুমি শ্রমিক আব্দুল আলিম, চালক শাজাহান আলী প্রমুখ।