চট্টগ্রাম

সিএমপি ট্রাফিক উত্তরের অভিযানে শতাধিক যানবাহন আটক

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৭:৪০:২৩ প্রিন্ট সংস্করণ

সিএমপি ট্রাফিক উত্তরের অভিযানে শতাধিক যানবাহন আটক

চট্টগ্রাম মহানগর খুলশী থানাধীন ২ নাম্বার গেট এলাকায় বিশেষ অভিযানে অবৈধ, কাগজপত্রবিহীন ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ মোট শতাধিক যানবাহন আটক করেছে ট্র্যাফিক উত্তর বিভাগ।

শনিবার সকাল ১০টা থেকে মেয়র গলির সামনে থেকে এসি ট্র্যাফিক নর্থ মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ গ্রাম সিএনজি, ম্যাক্সিমা, মিনিট্রাক, সবুজ টেম্পু, মোটরসাইকেল আটক করে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসি ট্র্যাফিক নর্থ মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন বলেন, এ অভিযানে অংশ নেন টিআই পাঁচলাইশ মো. মাসুদুর রহমান, সার্জেন্ট শাহীন মৃধা ও মো. মহিউদ্দিন।

অভিযানের বিষয়ে মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ, ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content