বাংলাদেশ

১২ জনের মৃত্যু, শনাক্তের হার ১২.০৩ শতাংশ

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ৫:০২:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। শনাক্তের হার বেড়ে হয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের হিসাবে, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

মৃত ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by