রংপুর

শেষ মুহূর্তে জমে উঠেছে কাহারোল উপজেলা পরিষদ নির্বাচন

  প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ৪:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

শেষ মুহূর্তে জমে উঠেছে কাহারোল উপজেলা পরিষদ নির্বাচন

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান ও ৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাহারোল উপজেলার পরিষদ নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে, প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

আগামী ২১ মে ২০২৪ মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রার্থীরা ৬টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। প্রার্থীরা সাধারণ ভোটারদের দ্বারে, দ্বারে গিয়ে তাদের উপস্থাপন ও নির্বাচিত হলে বিভিন্ন ধরনের উন্নয়ন সহ এলাকা চিহ্নিত সমস্যা গুলো নিরসন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

প্রার্থীরা রাত-দিন ঘুম, খাওয়া-দাওয়া ছেড়ে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। কাহারোল উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৭ শত ৮০ জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৬ হাজার ৯শত ৮২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৬৫ হাজার ৭শত ৯৭ জন। উপজেলায় মোট ৫৬টি কেন্দ্র, বুথ সংখ্যা ৩৮৫টি, স্থায়ী বুথ সংখ্যা ৩৪৯টি এবং অস্থায়ী বুথ সংখ্যা ৩৬টি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে,এম ফারুক (দোয়াত কলম) প্রতীক, প্রযুক্তিবিদ বরদা ভূষণ রায় লিটন (আনারস) প্রতীক, সদ্য প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের পুত্র আরমান সরকার (মোটর সাইকেল) প্রতীক, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা হোসেন আলম (হেলিকপ্টার) প্রতীক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্মৃতি রানী রায় (ঘোড়া) প্রতীক, বিশিষ্ট সমাজসেবক মো. পারভেজ হোসেন (টেলিফোন) প্রতীক।

পুরুষ ভাইস চেয়ারম্যান হলেন, মো. আবু রায়হান (তালা) প্রতীক, মো. আবুল কালাম আজাদ (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক, মো. ইসমাইল হোসেন (চশমা) প্রতীক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক বোর্ড চেয়ারম্যান ও বর্তমান এলাকা পরিচালক মো. মাজেদুর রহমান খোকন (টিউবওয়েল) প্রতীক, আওয়ামী লীগ নেতা মো. সফিকুল ইসলাম (মাইক) প্রতীক, রঘুনাথ চন্দ্র রায় (টিয়া পাখি) প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান আবু মৌসুমি আক্তার (প্রজাপতি) প্রতীক, মোছা. রাবেয়া পারভীন মজুমদার (কলস) প্রতীক, ডলোমনি রায় (পদ্ম ফুল) প্রতীক। উপজেলায় চেয়ারম্যান সহ ১৫ জন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা প্রতীক নিয়ে স্ব-স্ব অবস্থান থেকে গ্রাম গঞ্জের হাট-বাজারে, পাড়া-মহল্লা, হোটেল রেস্তোরাঁ সহ ও বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যেতে দেখা যাচ্ছে। উপজেলার হাট-বাজার, গ্রামগঞ্জ, বিভিন্ন রাস্তায় পোস্টারে ছেয়ে গেছে।

হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন জায়গায় নিজ, নিজ প্রার্থীর পক্ষে ভোটাররা কথা বলছেন। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেছেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও খবর

Sponsered content